আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে ফ্রান্স স্বীকৃতি দিতে যাচ্ছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এমন ঘোষণায় ক্ষুব্ধ হয়ে তাকে গালি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর ছেলে ইয়াইর নেতানিয়াহু।
শনিবার ম্যাক্রোঁকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইংরেজিতে “স্ক্রু ইউ,” লিখেছেন ইয়াইর। প্যারিসভিত্তিক এক বার্তা সংস্থার খবরের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে এনডিটিভি।
দীর্ঘদিন ধরে ইসরায়েল শাসন করে আসা বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে এক্সে আরও লিখেছেন, “নিউ ক্যালেডোনিয়ার স্বাধীনতাকে হ্যাঁ! ফ্রেঞ্চ পলিনেশিয়ার স্বাধীনতাকে হ্যাঁ! কর্সিকার স্বাধীনতাকে হ্যাঁ! বাস্ক কান্ট্রির স্বাধীনতাকে হ্যাঁ! ফ্রেঞ্চ গিনির স্বাধীনতাকে হ্যাঁ।”
পোস্টে ইয়াইর দক্ষিণ আমেরিকা অবস্থিত ফ্রেঞ্চ গায়ানাকে ভুলে ফ্রেঞ্চ গিনি বলেছে বলে মনে করা হচ্ছে। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ছেলের পক্ষ নিয়ে ম্যাক্রোঁর কড়া সমালোচনা করেন।
“আমাদের ভূখণ্ডের প্রাণকেন্দ্রে একটি ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণা প্রচার করে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ মারাত্মক ভুল করছেন, তাও এমন একটি রাষ্ট্র যার একমাত্র আকাঙ্ক্ষা হলো ইসরায়েলের ধ্বংস,” রোববার এমনটাই বলেছেন তিনি।
ফ্রান্স ফাইভ টেলিভিশনে বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেছিলেন, ফ্রান্স আগামী জুনেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে।
“আজ পর্যন্ত হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ কেউই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইহুদি গণহত্যা পরবর্তী ইহুদিদের ওপর সবচেয়ে বাজে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে কিছু বলেনি,” ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলাকে ইঙ্গিত করে বলেন নেতানিয়াহু। ওই হামলার পর গাজায় ইসরায়েলের সাঁড়াশি অভিযানে ১৫ মাসেই অন্তত ৫০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।
“বাস্তবতা থেকে বিচ্ছিন্ন বিভ্রমের কারণে আমরা আমাদের অস্তিত্বকে বিপন্ন করতে দেবো না এবং আমরা এমন একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে নৈতিক বক্তৃতা শুনবো না যা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ; তাও বিশেষ করে তাদের বক্তৃতা যারা কর্সিকা, নিউ ক্যালেডোনিয়া, ফ্রেঞ্চ গায়ানা ও অন্যান্য অঞ্চলগুলির স্বাধীনতার বিরোধিতা করে, যেসব অঞ্চলের স্বাধীনতা ফ্রান্সের জন্য কোনো হুমকিও নয়,” বলেছেন নেতানিয়াহু।