লর্ডসের ঐতিহাসিক মাঠে চলমান তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনটা যেন হয়ে উঠল জাসপ্রীত বুমরাহ বনাম ইংল্যান্ড! দুর্দান্ত এক স্পেলে ইংলিশ ব্যাটিং লাইনআপে ধস নামান ভারতীয় পেস অ্যাটাকের নিউক্লিয়াস। একে একেসাজঘরে ফেরান হ্যারি ব্রুক, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস এবং জোফরা আর্চারকে। ক্যারিয়ারের ১৫তম পাঁচ উইকেট পূর্ণ করে আবারও জানান দিলেন কেন তিনি বিশ্বের সেরা পেসারদের একজন।
তবে পারফরম্যান্স ছাড়িয়ে আলোচনার কেন্দ্রে উঠে আসে বল বিতর্ক। ভারতের হাতে তোলা দ্বিতীয় নতুন ডিউকস বল মাত্র ৬৩ বল পরেই আকার হারায়, যার ফলে সেটি বদলানো হয়। কিন্তু অবাক করা বিষয়, পরের ৮ ওভারেই একই পরিণতি হয় পরিবর্তিত বলেরও।
এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় ব্যাটসম্যান শুভমান গিলকে আম্পায়ারদের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। অন-ফিল্ড আম্পায়ার পল রাইফেল ও শরফুদ্দৌলার ওপর পর্যায়ে ক্ষুব্ধও হয়ে পড়েন তিনি।
বলের মান নিয়ে প্রশ্ন উঠলেও বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে যান বুমরাহ। ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন, ‘আমি বিতর্কিত কিছু বলতে চাই না। ম্যাচ ফি হারাতে চাই না।’ তার এই মন্তব্যেই স্পষ্ট, মাঠের বাইরের বিষয়গুলোতে না গিয়েই নিজের পারফরম্যান্সে মনোযোগী থাকতে চান তিনি।
এই ম্যাচে পাঁচ উইকেট নিয়ে বুমরাহ গড়েছেন আরেকটি অনন্য রেকর্ড, বিদেশের মাটিতে সবচেয়ে বেশি (১৩ বার) পাঁচ উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার তিনি। এই রেকর্ড এর আগে কোনো ভারতীয় পেসারের ছিল না।