সময়ের জনমাধ্যম

পবিপ্রবি’র আন্তঃঅনুষদীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন মাৎস্যবিজ্ঞান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু আন্তঃঅনুষদীয় ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে মাৎস্যবিজ্ঞান অনুষদ। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে ব্যবসায় প্রশাসন অনুষদকে ৬ উইকেটে হারায় তারা। এর মধ্যদিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুললো মাৎস্যবিজ্ঞান অনুষদ। ২০১৯ সালে প্রথমবার শিরোপা জিতেছিল এবারের আসরের চ্যাম্পিয়নরা।

দুপুর একটায় ফাইনাল ম্যাচে টস জিতে ব্যবসায় প্রশাসন অনুষদকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় মাৎস্যবিজ্ঞান অনুষদ। নির্ধারিত ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৩ রান করে তারা। বল হাতে মাৎস্যবিজ্ঞানের সাদি মোহাম্মদ বিজয় তিন ওভারে ১৮ রান দিয়ে দুই উইকেট শিকার করেন। 

৯৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র চার উইকেট হারিয়ে ১৩ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় মাৎস্যবিজ্ঞান অনুষদ। ব্যাট হাতে দলীয় সর্বোচ্চ ৪৯ রান করেন সাদি মোহাম্মদ বিজয়। ব্যাটিং বোলিংয়ে দারুণ নৈপুণ্য দেখানো সাদি মোহাম্মদ বিজয় ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

এছাড়াও এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন সাদি মোহাম্মদ বিজয় (১৬৭ রান )। সর্বোচ্চ উইকেট শিকার করেন ব্যবসায় প্রসাশন অনুষদের হাসিব (৯ উইকেট)। সেরা উইকেট কিপার নির্বাচিত হন মারুফ হাসান শুভ। 

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল বাঁশার খান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন, সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল হাসানসহ উভয় বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।

পর প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্য শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে পুরষ্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।