সময়ের জনমাধ্যম

ইনজুরিতে ছিটকে গেলেন ইবাদত

হাঁটুর চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ইবাদত হোসেন। আফগানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন না তিনি। রবিবার এই খবর নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সেই সাথে আগামী ১৪ জুলাই থেকে সিলেটে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা নিয়ে শঙ্কা আছে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘ইবাদতের আজ এমআরআই করানো হবে। সে রিপোর্ট হাতে পাওয়ার পর টি-টোয়েন্টি সিরিজে তার খেলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে ওয়ানডে সিরিজে ওর আর কোনো সুযোগ দেখছি না।’

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নিজের কোটার শেষ ওভারে বোলিংয়ের সময় বাঁ হাঁটুতে চোট পান ইবাদত। বোলিং স্ট্রাইডে আম্পায়ার গাজী সোহেলের কাঁধে ধাক্কা লাগার পর রানআপ শেষ করতে পারেননি এই ফাস্ট বোলার। বাম হাঁটুতে ব্যথা পেয়ে মাঠেই বসে পড়েন তিনি। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাঁকে। এর আগে ইবাদত ৯.২ ওভার বোলিং করেছিলেন। গতকাল খেলা শুরুর আগেও একই জায়গায় ব্যথা পেয়ে মাঠে পড়ে যেতে দেখা যায় ইবাদতকে। তখনো ঠিক ছিলেন। তবে সেটা গুরুতর কিছু ছিল না।

leave a reply