সময়ের জনমাধ্যম

ফের বাবর আজমের হাতে পাকিস্তানের নেতৃত্ব

পাকিস্তান দলে কোন্দলের গুঞ্জন শোনা যাচ্ছিল কিছুদিন ধরেই। মাত্র এক সিরিজ দায়িত্ব পালনের পরই টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে বাবর আজমের হাতে আবার দায়িত্ব তুলে দেওয়ার পর আলোচনাটা মাথাচাড়া দিয়ে ওঠে।

অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন আফ্রিদি নিজেই। এই পেসার বলেছেন, ‘মাঝে মাঝে সব পরিবারেই কিছু ছোটখাটো বিষয় নিয়ে মতের অমিল হয়ে থাকে। ভাইদের মধ্যেও থাকে। কিন্তু আমাদের দলে এমন কিছু নেই। আমাদের খেলোয়াড়রা একে অন্যের কথা শোনেন। আমাদের কাজ হলো ক্রিকেট খেলা এবং দেশকে উল্লাসের সুযোগ এনে দেওয়া। আমাদের লক্ষ্য হলো একতাবদ্ধ হয়ে খেলা, এখানে মনোমালিন্য বা মতের অমিলের জায়গা নেই। সবাইকে একই কাতারে থাকতে হবে।’

বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই মুহূর্তে ইংল্যান্ডে অবস্থান করছে পাকিস্তান দল। ইংলিশদের বিপক্ষে ম্যাচের সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবেন আফ্রিদিরা।

সিরিজটি শেষ হবে আগামী ৩০ মে। একদিন পরই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।