সময়ের জনমাধ্যম

বোলিংয়ের নিষেধাজ্ঞা কেটেছে, সাকিব মাঠে ফিরবেন কবে

অবশেষে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন থেকে মুক্তি মিলেছে সাকিব আল হাসানের। বুধবার ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালযয়ের ল্যাবের প্রতিবেদনে সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়েনি। এর ফলে সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটে বোলিং করতে পারবেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। বেশ কিছুদিন ধরে প্রিয় ক্রিকেটারকে শুধুমাত্র ব্যাটিং করতে দেখেছেন ভক্তরা। বোলিং নিয়ে সুখবরে স্বস্তি ফিরেছে তাদের।

গত বছর সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সমারসেটের বিপক্ষে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রথম প্রশ্ন ওঠে। নিরপেক্ষ মূল্যায়নের পর তার বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করে ইসিবি। আইসিসি অনুমোদিত ল্যাবে পরীক্ষায় বোলিংয়ে কিছু ত্রুটি ধরা পড়ে, নিষিদ্ধ করা হয় তার বোলিং। ডিসেম্বরে পুনরায় পরীক্ষায় একই ত্রুটি ধরা পড়ে। এরপর অনেকটা ক্রিকেট থেকে দূরে থাকেন বাংলার পোস্টার বয়।

তবে এর মাঝেই নিজের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করতে থাকেন সাকিব। দ্রুত ফিরে আসার বদলে সংশোধনের দিকেই ছিল সব মনোযোগ। গত ৯ মার্চ ইংল্যান্ডে আরেকটি পরীক্ষা দিয়ে উৎরে যান। ৮৬০টি স্বীকৃত ম্যাচে ১,২৪৭টি উইকেট নেওয়া অভিজ্ঞ সাকিব আবার ফিরবেন আপন রূপে। কাউন্টি খেলে ফেরার পর ভারতের বিপক্ষে দেশের হয়ে দুটি টেস্ট খেলেন সাকিব। এরপর নভেম্বরে আবুধাবি টি-১০ লিগে বাংলা টাইগার্সের হয়ে এবং শ্রীলঙ্কায় আরেকটি টি-১০ টুর্নামেন্টে অংশ নেন। তবে নিষেধাজ্ঞা থাকায় শুধু ব্যাটিং করতে হয়েছে তাকে। এরপর আর কোনো স্বীকৃত ক্রিকেটে অংশ নেননি।

গেল অক্টোবরে দেশে ফিরে বিদায়ী টেস্ট খেলার আগ্রহ জানিয়েছিলেন, কিন্তু নিরাপত্তার কারণে সেটি হয়নি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক সাংসদ সাকিব আল হাসান দেশের বাইরে অবস্থান করছেন। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে তাকে বাদ দেয়া হয়েছিল বোলিং নিষেধাজ্ঞার কারণে।

বোলিং নিয়ে খড়গ সরে গেছে, তবে দেশের মাটিতে কবে ফিরবেন, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে  সময় কাটানো এই অলরাউন্ডারের ক্রিকেটে ফেরার দিকেই তাকিয়ে থাকবে কোটি দর্শক। অনিশ্চয়তার এই মেঘ কবে কাটবে?