সময়ের জনমাধ্যম

আগামীতেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে: আইজিপি

দেশে সন্ত্রাসী ও জঙ্গিরা মাথাচাড়া দিতে পারবেনা। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। আগামী দিনগুলোতেও পরিস্থিতি এভাবেই থাকবে। শুক্রবার সকালে সুনামগঞ্জ পুলিশ লাইনসে্ ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আইজিপি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে জিরো টলারেন্স নীতি নিয়ে পুলিশ, র‌্যাব, অন্যান্য গোয়েন্দা সংস্থা এবং জনপ্রতিনিধিরাও একই প্লাটফর্মে কাজ করছেন।

পুলিশ প্রধান জানান, ‘প্রতিটি ক্ষেত্রে আইন ও বিধির আলোকে আমরা দায়িত্ব পালন করে থাকি। পেশাদার বাহিনী হিসেবে নির্বাচনকালীন হোক বা সাধারণ সময় হোক, কখন কীভাবে দায়িত্ব পালন করতে হয়, পুলিশের যথাযথ প্রশিক্ষণ দেয়া আছে।’

এসময় আরও উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহাম্মেদ, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, র‌্যাবের উপ-পরিচালক লেফটেন্যান্ট কামান্ডার সিঞ্চন চৌধুরীসহ পুলিশ বিভাগের অন্য কর্মকর্তারা।

এর আগে সুনামগঞ্জ সদর মডেল থানায় অবস্থিত শপিংমলের উদ্বোধন করেন আইজিপি। পরে পুলিশের কল্যাণ সভায় বক্তব্য রাখেন তিনি