সময়ের জনমাধ্যম

তারেক রহমান এখন ‘লাদেন’ রহমানে পরিণত হয়েছে: জাহাঙ্গীর কবির নানক

তারেক রহমান এখন ‘লাদেন’ রহমানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা একটা ‘ভুতুড়ে’ সরকার আনতে চায়। বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবেন না। যদি করেন, তাহলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ দাঁতভাঙা জবাব দেবে।

তিনি বলেন, সামরিক জান্তা জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন। ওরা বলে গণতন্ত্র ও মানবাধিকারের কথা। হিন্দুরা নৌকায় ভোট দেয় বলে হিন্দুদের বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে বিএনপি। অথচ তারা আমাদের বলে গণতন্ত্রের কথা।

উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ২০১৪ সালে নির্বাচন বয়কটের নামে রাস্তা-গাছপালা, রেললাইন উপড়ে ফেলা হয়েছিল। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।