সময়ের জনমাধ্যম

হাকিমপুর প্রেসক্লাবের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি বৈশাখী টেলিভিশনের হিলি প্রতিনিধি গোলাম মোস্তফিজার মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম, সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব, জেলা পরিষদের সদস্য আব্দুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, ওসি আবু সায়েম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন প্রতাব মল্লিকসহ আরও অনেকে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রবীণ সদস্যরা পুরনো দিনের স্মৃতিচারণ করেন। সেই সাথে অতিথিরাও বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য দেন। পরে উপস্থিত সবাইকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এছাড়াও ছিল নৈশভোজের আয়োজন।