নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে নবীন ও রাজনীতিতে অনভিজ্ঞ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দুপুর ১২টা ২৫ মিনিটে নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসির দপ্তরে এই বৈঠক শুরু হয়।
আজকের বৈঠকের মূল আলোচ্য বিষয় নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়ার সময়সীমা তিন মাস বৃদ্ধি এবং নিবন্ধন আইনের সংস্কার।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি এই আলোচনায় অংশ নেয়। এতে আরও ছিলেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন এবং তাজনূভা জাবীন।
প্রতিনিধি দলের সদস্য মুজাহিদুল ইসলাম শাহীন এই বৈঠকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে একটি চিঠি দিয়েছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজকে সিইসির সঙ্গে এই আলোচনায় বসেছি।’