অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, বাংলাদেশ সচিবালয় এবং আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে আবারও গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি। তবে এই গণবিজ্ঞপ্তিতে শাহবাগে এসব কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত যমুনার সামনে বিক্ষোভ, সমাবেশ হয়। এরপর থেকে শাহবাগে টানা অবরোধ চলার মধ্যে শনিবার ডিএমপির পক্ষ থেকে এই গণবিজ্ঞপ্তি দেয়া হল। এতে বলা হয়েছে, ‘জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে’ শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
“বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টো রোড) যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হল।”
পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের আন্দোলনের মধ্যে সচিবালয় ঘেরাও বা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিলের মত কর্মসূচি সামাল দিতে এর আগে গত ১৩ মার্চ এক গণবিজ্ঞপ্তিতে একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সে সময়ও বলা হয়েছিল– পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। তবে সেটি তুলে নেওয়া হয়েছিল কিনা সে ব্যাপারে কোনো গণবিজ্ঞপ্তি আসেনি।
মার্চের ওই গণবিজ্ঞপ্তিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টো রোডকে নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছিল। এবারের গণবিজ্ঞপ্তিতে শাহবাগ মোড়কে এই তালিকায় রাখা হয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত এনসিপিসহ অন্য সংগঠনগুলো শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান না ছাড়ার ঘোষণা দিয়েছে তারা।
এদিকে জনগণের ভোগান্তি কমাতে সড়ক ছেড়ে ‘সঠিক’ জায়গায় দাবি-দাওয়া তুলে ধরতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার সাংবাদিকদের তিনি বলেন, “সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয়, এজন্য কিন্তু আপনারা সচেতন করতে পারেন। সবাই দাবি-দাওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে- যেখানে জনগণের ভোগান্তি না হয়, ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো, এ ব্যাপারে সবচেয়ে বেশি আপনারা আমাদের সাহায্য করতে পারেন। …যদি যৌক্তিক দাবি থাকে, প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো।”