সময়ের জনমাধ্যম

মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন। স্থানীয় সময় রোববার (১৮ ডিসেম্বর) রাতে লাভাপিয়েসের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুমে এসব আয়োজন হয়। এতে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও কমিউনিটির বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন।

আনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর ধর্ম সম্পাদক মোঃ জহির উদ্দিন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। পরে মুক্তিযুদ্ধের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়, এছাড়া শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সবাই। এরপর সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন। সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল খান ও আবু জাফর রাসেলের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রবীণ কমিউনিটি নেতা, বৃহত্তর বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু, স্পেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, আনজুমানে আল ইসলাহ স্পেনের সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, মুক্তিযোদ্ধা নূর মিয়া, ভালিয়েন্তে বাংলার সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সাংবাদিক ফখরুদ্দিন রাজী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান, সদস্য আহমদ আসাদুর রহমান সাদসহ অর্থ সম্পাদক মোঃ নাজমুল করিম পাটোয়ারী পিয়াস, সহ শিক্ষা ও সাংস্কৃতিক মোঃ শামীম খান বিপ্লব, সহ মহিলা সম্পাদিকা রুমি খালেদা, সহ ক্রীরা সম্পাদক কামিল আহমদ সুবেল, লুৎফুর রহমান,মুক্তিযোদ্ধা সন্তান আব্দুল আজীজ মৰু, আব্দুল আজিজ, শিল্পী প্রবাসী সোহেল, জহির খানসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আমাদের নতুন প্রজন্মকে বিজয় দিবসের ইতিহাস জানাতে হবে। চেনাতে হবে আমাদের মানচিত্রকে, শেখাতে হবে আমাদের বাংলা সংস্কৃতি।

সভাপতির বক্তব্যে আল মামুন বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে জানাতে হবে কীভাবে দেশ স্বাধীনতা অর্জন করেছে।