সময়ের জনমাধ্যম

মাঠে ফিরছেন সাকিব, খেলতে পারেন রংপুর রাইডার্সের বিরুদ্ধে

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি ও দেশীয় রাজনীতি ঘিরে নানা আলোচনার মাঝে ফের মাঠে ফিরছেন সাকিব আল হাসান। গায়ানায় গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজের পরিবর্তে সাকিবকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। ক্লাবটির সামাজিক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, ‘কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন।’

সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ জুলাই সাকিব মাঠে নামবেন বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের বিপক্ষে। এই রংপুর রাইডার্সেরই প্রাণভ্রমরা ছিলেন সাকিব। এবারের আসরে রংপুরের হয়ে খেলার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম জানিয়েছেন, ‘সাকিবকে না নেওয়ার বিষয়ে কোনো নির্দেশনা ছিল না। এটি পুরোপুরি ম্যানেজমেন্টের কৌশলগত সিদ্ধান্ত।’

পাঁচ দলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্লে-অফ পর্ব রাখা হয়নি। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল সরাসরি খেলবে ফাইনালে।

দুবাই ক্যাপিটালসের হয়ে ১০ জুলাই সাকিবের যাত্রা শুরু হবে সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১১ জুলাই হোবার্ট হারিকেন্স এবং ১৩ জুলাই গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে খেলবে তার দোল। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচটি হতে পারে সাকিবের জন্য বিশেষ একটি ম্যাচ, কারণ নিজ দেশে এই দলের হয়েই এক সময় গ্যালারিতে আলোড়ন তুলতেন তিনি।

সাকিবের নতুন দলে রয়েছেন আরও কয়েকজন আন্তর্জাতিক তারকা—রভম্যান পাওয়েল, গুলবাদিন নাইব, নিরোশান ডিকভেলা এবং আফগান অলরাউন্ডার সেদিকউল্লাহ অটল।

দেশে সমালোচনার মুখে থাকলেও আন্তর্জাতিক মঞ্চে সাকিব এখনো বড় তারকা। গ্লোবাল সুপার লিগের এই আসরেই দেখা যাবে, কতটা ছন্দে ফিরতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার।