সময়ের জনমাধ্যম

বেনিনে জামাতের হামলায় ৭০ সেনা নিহত

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে দুটি সামরিক স্থাপনায় জঙ্গি হামলা চালিয়ে ৭০ সেনাকে হত্যার দাবি করেছে জামাত নাসর আল-ইসলাম ওয়াল মুসলিমিন-জেএনআইএম। জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স এজেন্সির বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে রয়টার্স।

তবে বেনিনে সর্বশেষ হামলা নিয়ে জেএনআইএমের দাবির সত্যতা রয়টার্স তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।

জেএনআইএম মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল কায়েদার সহযোগী সংগঠন, এরা পশ্চিম আফ্রিকা অঞ্চলে বেশ সক্রিয়। বেনিন এবং এর উপকূলীয় প্রতিবেশী টোগো সাম্প্রতিক বছরগুলোতে আল কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে সংযুক্ত একাধিক জঙ্গি গোষ্ঠীর একের পর এক হামলার শিকার হয়েছে।

সালাফি এ জঙ্গিগোষ্ঠীগুলো যে সাহেল অঞ্চলের বাইরেও বেশ তৎপর এসব হামলায় তারই প্রমাণ মিলছে।