সময়ের জনমাধ্যম

ছোট ভাইয়ের বাসায় গেলেন বিএনপি চেয়ারপারসন

রাজধানীর গুলশানে ছোট ভাই শামীম এস্কান্দারের বাসা ঘুরে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাত সাড়ে ৯টায় নীল রঙের একটি গাড়িতে চড়ে সেখানে যান খালেদা জিয়া। এরপর তিনি নিজের বাসা ‘ফিরোজা’য় ফেরেন রাত ১টা ৪৫ মিনিটে।

পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নিতে সেখানে গিয়েছিলেন খালেদা জিয়া। তাঁর সঙ্গী ছিলেন দুই পুত্রবধূ বড় ছেলে তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকার স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস। শিমুল বিশ্বাস আরও বলেন, ‘ম্যাডাম এমনিতেই সচরাচর বের হন না। পরিবারের এক অনুষ্ঠানে তিনি সেখানে গেছেন, পরিবারের সদস্যরা ভীষণ খুশি হয়েছে। বিশেষ করে ম্যাডামকে কাছে পেয়ে ছোট শিশুদের খুশির শেষ ছিল না।’

শনিবার রাতে গুলশানের ৪২ নম্বর সড়কে শামীম এস্কান্দারের ২৪/বি বাসায় পৌঁছালে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান ছোট ভাই শামীম এস্কান্দার, তার সহধর্মিনী কানিজ ফাতেমা, আরেক ভাই প্রয়াত সাঈদ এস্কান্দারের সহধর্মিনী নাসরিন আহমেদ, সেজ বোন সেলিনা ইসলামসহ পরিবারের অন্য সদস্যরা।

এই সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ উপস্থিত ছিলেন।

লন্ডনে চিকিৎসা নিয়ে চার মাস পর ৬ মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফেরার সেই যাত্রা কার্যত রাজনৈতিক কর্মসূচিতে রূপ নেয়। ২০১৮ সালে কারাগারে যাওয়ার পর সেদিনই প্রথম তাকে জনসম্মুখে এমন আয়োজনে দেখা যায়।

এর চারদিন পর খালেদা জিয়া ছোট ভাইয়ের বাসায় আতিথেয়তা গ্রহণ করলেন। এর মধ্য দিয়ে এক যুগেরও বেশি সময় পর সাবেক প্রধানমন্ত্রী কোনো স্বজনের বাসায় বেড়াতে গেলেন।