সময়ের জনমাধ্যম

জুনে শুরু ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী ১ জুন যুক্তরাষ্ট্র-কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। শুক্রবার (৫ জানুয়ারি) এক বিবৃতিতে বিশ্বকাপের দিনক্ষণ জানায় আইসিসি।

মোট চারটি গ্রুপ থাকছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাংলাদেশ খেলবে ‘ডি’ গ্রুপে। এই গ্রুপকে বলা হচ্ছে এবারের বিশ্বকাপের গ্রুপ অফ ডেথ। অন্য চার দল শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্সড এবং নেপালকে নিয়ে গড়া এই গ্রুপে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

প্রথমবারের মত ২০ দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। চার গ্রুপে ভাগ হয়ে প্রথম রাউন্ড খেলবে দলগুলো। প্রতি গ্রুপে থাকছে পাঁচটি করে দল। প্রতি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দল উঠবে সুপার এইটে। সেখানে খেলা হবে দুই গ্রুপে। এই দুই গ্রুপের লড়াই থেকে সেরা চার দল যাবে সেমিতে। ২৬ ও ২৭ জুন অনুষ্ঠিত হবে সেমির ম্যাচ দুটি। ফাইনাল হবে ২৯ জুন। সেমিফাইনাল ও ফাইনাল হবে ওয়েস্টি ইন্ডিজের মাটিতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ
‘এ’ গ্রুপ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র।
‘বি’ গ্রুপ: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান।
‘সি’ গ্রুপ: নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউ গিনি।
‘ডি’ গ্রুপ: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল

বাংলাদেশের ম্যাচ
৭ জুন : বাংলাদেশ-শ্রীলঙ্কা (যুক্তরাষ্ট্রের ডালাস)
১০ জুন : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (নিউ ইয়র্ক)
১৩ জুন : বাংলাদেশ-নেদারল্যান্ডস (ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট)
১৬ জুন : বাংলাদেশ-নেপাল (ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট)