সময়ের জনমাধ্যম

টি-টোয়েন্টি সিরিজ হারেও ভালো কিছু দেখছেন পান্ডিয়া!

শেষ টি-টোয়েন্টিতে ভারতকে আট উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের সিরিজ তিন-দুই ব্যবধানে জিতে ট্রফিটি ঘরেই রাখলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। দ্রুত দুই ওপেনারকে হারালেও সূর্যকুমার যাদবের ব্যাটে চড়ে ঘুরে দাঁড়ায় ভারত। সূর্যকুমার যাদব ৬১ রান করেন। সাথে তিলক ভার্মার যোগ করেন আরও ২৭ রান। তবে ভারতের বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১৬৫ রানের বেশি স্কোরবোর্ডে তুলতে পারেনি তারা।

ভারতের দেয়া টার্গেট তাড়া করতে নেমেই শুরু হয় ক্যারিবীয় তাণ্ডব। শুরুতেই ১০ রানে মায়ার্স ফিরলেও ৮৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ব্রেন্ডন কিং। নিকোলাস পুরান করেন ৪৭ রান। শেষদিকে শাই হোপের ঝড়ো ২২ রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজ।

ম্যাচ শেষে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেছেন, মাঝে মাঝে হেরে যাওয়া দলের মানসিকতা তৈরির জন্য ভালো। তবে কি হেরে যাওয়ার মধ্যেও ভালো কিছু খুঁজে পেতে চান ভারতীয় টিম লিডার?

leave a reply