বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা কোনও প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না জানিয়ে আবারও নিষেধাজ্ঞা জারি করেছে বুয়েট কর্তৃপক্ষ।
বুধবার (১৯ জুলাই) বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ক্যাম্পাসের ভেতরে কিংবা বাহিরে শিক্ষার্থীরা রাজনীতিতে জড়ালে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।
এতে আরও বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং কোনও শিক্ষার্থী অনুমোদিত ক্লাব/সোসাইটি ব্যতীত কোনও রাজনৈতিক দলের বা এর অঙ্গসংগঠনসহ অন্য কোনও সংগঠনের সদস্য হতে বা তার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।
এতে আরও বলা হয়, ‘শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে বর্ণিত নিয়মসমূহ যথাযথভাবে পালন করতে হবে এবং এটি অমান্য করলে অধ্যাদেশে বর্ণিত বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বুয়েটের কোনও শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য কোনও মাধ্যমে তাদের সাংগঠনিক/রাজনৈতিক পরিচয় ব্যবহার না করার জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে এতদ্বারা নির্দেশ দেওয়া হলো।’
সম্প্রতি ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন বুয়েটের বর্তমান দুই শিক্ষার্থী। তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বুয়েটে ছাত্ররাজনীতি পুনরায় প্রবেশ করাতে চাচ্ছে ছাত্রলীগ– এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সেই শঙ্কা ও ক্ষোভের মধ্যে আজ এ প্রজ্ঞাপন দিলো বুয়েট প্রশাসন। যদিও প্রশাসন বলছে, ২০১৯ সালের ১৬ নভেম্বর (আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর) একই প্রজ্ঞাপন দিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছিল তৎকালীন বুয়েট কর্তৃপক্ষ।
সময়ের জনমাধ্যম
-
দেশের জনপ্রিয় অভিনেত্রী শিরিন শিলা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে ছড়ানো মিথ্যা ও…
-
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে যারা কর্মক্ষেত্র বা দরজার আড়ালে দেখেছেন প্রত্যেকে তাকে…
-
ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সম্মেলন উপলক্ষ্যে প্রস্তুতি…
-
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মা নার্গিস আরা বেগম…
-
দ্রব্যমূল্যের ওপর যাতে কোনো চাপ না পড়ে সে জন্য বাজেটের আকার কমিয়ে…
-
ডা. শেখ আবদুল্লাহ আল মামুনযুগ্ম-সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি ঐতিহাসিক ছয়…
-
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের আদেশের প্রতিবাদ…
-
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচিতে শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা মিছিল নিয়ে পার্কের মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইটের সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কোনো বৈষম্যহীন রাষ্ট্রে ৫৬ শতাংশ কোটা থাকতে পারে না। তীব্র আন্দোলনের মুখে সরকার যেখানে কোটা পদ্ধতি বাতিল করেছিল কেন সেই কোটাকে আবার পুনর্বহাল করা হলো এমন প্রশ্ন…
-
প্রতিবেশী দেশ লেবানন থেকে রকেট ও ড্রোন হামলার পর সৃষ্ট দাবানল ছড়িয়ে…
-
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এখন দেশে আছেন কি না জানি…