সময়ের জনমাধ্যম

বেতন বাড়ছে বছরজুড়ে ব্যর্থ পাকিস্তানি ক্রিকেটারদের

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০২৪-২৫ অর্থবছরে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বোর্ডের নতুন বাজেটে কেন্দ্রীয় চুক্তিপ্রাপ্ত খেলোয়াড়দের বেতন গড়ে ৩৭ শতাংশ বাড়বে। পিসিবি তাদের বার্ষিক বাজেটে ক্রিকেটারদের জন্য প্রায় ১,১৭৩ কোটি পাকিস্তানি রুপি বরাদ্দ রেখেছে। 

পাশাপাশি কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা ২৫ থেকে বাড়িয়ে ৩০ করা হচ্ছে। তবে বিপরীতে বড় ধাক্কা খেয়েছে ঘরোয়া ক্রিকেট। ঘরোয়া ক্রিকেটারদের জন্য বরাদ্দ বাজেট ৩৪ শতাংশ কমানো হয়েছে। আগের ৬৮ কোটি ৪০ লাখ রুপি থেকে নতুন বাজেটে তা নেমে এসেছে ৪৫ কোটি রুপিতে।

সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে পাকিস্তান দল তেমন ভালো করতে পারেনি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বেই বিদায় নেয় পাকিস্তান। এমনকি ঘরের মাঠেও বাংলাদেশ বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরে বসে বাবর আজমের দল।

গত ১২ মাসের পরিসংখ্যানও বেশ হতাশাজনক। এ সময়ে পাকিস্তান ৪২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে জিতেছে মাত্র ১৭টি, হেরেছে ২৫টি। টেস্টে ৯ ম্যাচের মধ্যে জয় মাত্র ৩টি, ওয়ানডেতে ১৭ ম্যাচের মধ্যে জয় ৮টি, আর টি-টোয়েন্টিতে ১৬ ম্যাচের মধ্যে জয় মাত্র ৬টি।

নারী ক্রিকেটেও পিসিবি কিছু পরিবর্তন আনছে। কেন্দ্রীয় চুক্তিতে নারী ক্রিকেটারের সংখ্যা ১৬ থেকে বাড়িয়ে ২৪ করা হচ্ছে। ঘরোয়া পর্যায়ে নারীদের বাজেটেও বরাদ্দ  ৪ শতাংশ বাড়াচ্ছে পিসিবি।এছাড়া পিসিবি দেশের ১২টি প্রথম শ্রেণির মাঠের রক্ষণাবেক্ষণ এবং পিচ ব্যবস্থাপনার দায়িত্ব নিচ্ছে। এসবের জন্য বাজেট রাখা হয়েছে ৯ কোটি ৩৬ লাখ রুপি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, করাচির ন্যাশনাল স্টেডিয়াম ও রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের সংস্কারে আরও প্রায় ২,৪০০ কোটি রুপি খরচ হবে। আগের অর্থবছরেও এই তিন ভেন্যুতে ১,৮০০ কোটি রুপি ব্যয় করা হয়েছিল।

Reendex

Must see news