সময়ের জনমাধ্যম

পিএসএলে লাহোর কালান্দার্সে তিন টাইগার!

পাকিস্তান সুপার লিগে ব্যতিক্রমী এক ঘটনার জন্ম দিয়েছে লাহোর কালান্দার্স। একসঙ্গে তিন বাংলাদেশি ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে নজির গড়েছে দলটি।

ইনজুরির কারণে ড্যারিল মিচেল ছিটকে পড়লে তার জায়গায় সুযোগ পান সাকিব আল হাসান। পরে সিকান্দার রাজার বিদায়ে স্কোয়াডে জায়গা করে নেন মেহেদী হাসান মিরাজ। এবার গুরুত্বপূর্ণ ম্যাচের আগমুহূর্তে লেগ স্পিনার রিশাদ হোসেনকে ফেরানো হয়েছে দলে।

বিশ্বের শীর্ষস্থানীয় ফ্র্যাঞ্চাইজি লিগে একই দলে তিন বাংলাদেশি ক্রিকেটার এমন দৃশ্য যে কতটা বিরল ও গর্বের, তা আর বলার অপেক্ষা রাখে না। সাকিব, মিরাজ আর রিশাদ, তিনজনই স্পিনিং অলরাউন্ডার, তারা সবাই জাতীয় দলের পরিচিত মুখ।

পিএসএলের শুরুতেই লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন রিশাদ। পাঁচ ম্যাচে ৯ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। এরপর জাতীয় দলের দায়িত্বে যোগ দিতে ফিরে আসলেও আরব আমিরাতে সিরিজ শেষে ফিরেছেন পুরনো দলে। এই সিদ্ধান্তে ভূমিকা থাকতে পারে দলের সঙ্গে যুক্ত সাবেক বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোর।

তিনজনই স্পিনিং অলরাউন্ডার হলেও তাদের আলাদা বৈশিষ্ট্য ম্যাচ পরিকল্পনায় ভিন্ন মাত্রা যোগ করতে পারে। অভিজ্ঞ সাকিব, নির্ভরযোগ্য মিরাজ আর আক্রমণাত্মক রিশাদ—তিনজনই হতে পারেন দলের চাবিকাঠি।

২০২৫ পিএসএলে একই দলে তিন ক্রিকেটারের উপস্থিতি ভবিষ্যতে বাংলাদেশী ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশগ্রহণের সম্ভাবনাকেও বাড়িয়ে দিচ্ছে। এখন প্রশ্ন একটাই- একই ম্যাচে দেখা যাবে তো তিনজনকেই?