শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ আজ। ইতোমধ্যে দুই দল একটি করে ম্যাচ জিতেছে। তাই আজকের ম্যাচটি দুই দলের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
সিরিজের প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও ভালো ব্যাটিং করেও হেরে যায় টাইগাররা। আজকের সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের অতীত রেকর্ড সুখকর নয়। গত সাত বছরে এমন মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। এরমধ্যে একটি ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, অন্যটি ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।
এরপর প্রায় তিন বছরেও সিরিজ নির্ধারণী কোনও ম্যাচ জিততে পারেনি টিম টাইগার। এবার তুলনামূলক দুর্বল তবে সংযুক্ত আরব আমিরাতের সাথে সেই আক্ষেপ ঘোঁচাতে পারে কি না সেটাই দেখার অপক্ষো সমর্থকদের। আজকের ম্যাচ ঘিরে দলে আসতে পারে একাধিক পরিবর্তন।
পায়ের চোটের কারণে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে না পারা পারভেজ হোসেন ইমন ফিরতে পারেন দলে। পেস আক্রমণে দেখা যেতে পারে হাসান মাহমুদকে। বাংলাদেশ তিন পেসার ও দুই স্পিনার নিয়ে নামবে বলে জানা গেছে। অলরাউন্ডার হিসেবে একাদশে জায়গা ধরে রাখতে পারেন শামীম পাটোয়ারী।