সময়ের জনমাধ্যম

ইমনের টি-টোয়েন্টি সেঞ্চুরি, তামিমের অভিনন্দন

বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন পারভেজ হোসেন ইমন। শারজাহতে আরব আমিরাতের বিপক্ষে নিজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির মাধ্যমে দেশের হয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি শতকের মালিক হলেন তিনি। এর আগে বাংলাদেশের হয়ে একমাত্র টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড ছিল তামিম ইকবালের। ২০১৬ সালে ওমানের বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন তামিম।

আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে সাতটি ইনিংসে ব্যাটিং করলেও কোনো অর্ধশতকও ছিলনা ইমনের। তাই নিজের শতককে ‘বিশেষ’ লে মন্তব্য করেছেন তিনি। ম্যাচ শেষেিইমন বলেন, ‘এটা আমার জন্য সত্যিই বিশেষ কিছু। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি, তাই অনুভূতিটাও আলাদা। উইকেটকে কাজে লাগিয়ে আমি আমার পরিকল্পনা অনুযায়ী খেলেছি।’

ইমনের এই ইতিহাস গড়া কীর্তিকে স্বাগত জানিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ফেসবুকে ইমনের ব্যাটিংয়ের একটি ছবি শেয়ার করে তামিম লিখেছেন, ‘অভিনন্দন ইমন।’ সঙ্গে দিয়েছেন ব্যাট, বাংলাদেশের পতাকা ও ‘১০০’ ইমোজি।

প্রথম টি-টোয়েন্টিতে জয় পেলেও পুরো ম্যাচে আরব আমিরাতের বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে বাংলাদেশকে।

ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস বলেন, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। ইমন যেভাবে ব্যাট করেছে, সেটা দুর্দান্ত। তবে আমাদের শেষটা আরও ভালোভাবে করতে হবে। শেষ তিন ওভারে আমরা তেমন রান তুলতে পারিনি।’

বোলারদের প্রশংসা করে লিটন আরও বলেন, ‘আমি জানি আমাদের বোলাররা যে কোনো সময় ম্যাচে ফিরতে পারে। মাঝের ওভারগুলোতে খেলা ছিল হাড্ডাহাড্ডি। তবে বোলাররা যেভাবে চাপ সামলে বোলিং করেছে, সেটা অসাধারণ ছিল।’

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিটন বলেন, ‘যখনই আমরা খেলি, আমাদের সমর্থকরা মাঠে এসে সাপোর্ট দেয়। এটা দারুণ ব্যাপার।’

‘তারা (আমিরাত) মাঝের ওভারে যেভাবে ব্যাট করেছে, আমাদেরও নিজেদের বোলিং নিয়ে আরও মনোযোগী হতে হবে। এই মাঠে কী ধরনের বল বেশি কার্যকর হয়, সেটা বুঝে নিতে হবে’ যোগ করেন লিটন।