সময়ের জনমাধ্যম

জিতেও বাদ উইন্ডিজ, রানরেটে বিশ্বকাপের টিকেট বাঘিনীদের

রুদ্ধশ্বাস এক সমীকরণের ম্যাচে ক্রিকেটবিশ্ব দেখলো অভাবনীয় এক দৃশ্য। থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের বন্দরে পৌঁছেও বিশ্বকাপের টিকিট পেল না ওয়েস্ট ইন্ডিজ। স্টেফানি টেইলরের শেষ মুহূর্তের ভুলে কপাল খুলে গেল বাংলাদেশের নারী ক্রিকেট দলের। রান রেটের সামান্য ব্যবধানে বিশ্বকাপের মূল পর্বে এখন বাংলার বাঘিনীরা।

সমীকরণ ছিল, থাইল্যান্ডের দেয়া ১৬৭ রানের লক্ষ্য ১০.১ ওভারে টপকে যেতে পারলেই বাংলাদেশকে পেছনে ফেলে বিশ্বকাপের মূল পর্বে চলে যাবে ওয়েস্ট ইন্ডিজ। তবে ১৬৬ রানে পৌঁছানোর পর শেষ বলে চার হলে ১০.৪ ওভারের ভেতর ওয়েস্ট ইন্ডিজ জয় পেলেও বিশ্বকাপের টিকিট পাবে। এখানেই শেষ নয়, ১৬৬ রানের পর শেষ বলে ছয় মারতে পারলে ১১ ওভারের ভেতর জয় পেলেও নিট রানরেটে বাংলাদেশকে পেছনে ফেলে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেত ওয়েস্ট ইন্ডিজ।

এমন একাধিক সমীকরণের ম্যাচে বিশ্বকাপের টিকিট নিজেদের ভুলেই হাতছাড়া করেছে তারা। ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০.৪ ওভারে ১৬২ রান ছিল ক্যারিবিয়ানদের স্কোরবোর্ডে। জয়ের জন্য ৫ রানের প্রয়োজন হলেও পরের দুই বলে একটি চার ও একটি ছয় মারতে পারলে বিশ্বকাপের টিকিট পেয়ে যেত ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু স্টেফানি টেইলর দশম ওভারের পঞ্চম বল চার মারার জন্য লং অনে সজোরে হাঁকালে বল থাইল্যান্ডের ফিল্ডারের মাথার ওপর দিয়ে সীমানা পেরোয়। সেই সঙ্গে ম্যাচ জিতে গেলেও বিশ্বকাপের আশা শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের।
২৩৫ বল হাতে রেখে ৬ উইকেটে ম্যাচ জিতলেও বিশ্বকাপের দরজা খুলতে পারেনি ক্যারিবিয়ানরা।

স্টেফানি টেইলরের এমন ভুলে রান রেটে (+০.৬৪) এগিয়ে থেকে ভারতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেয় বাংলাদেশের মেয়েরা। নিগার সুলতানাদের সমান ৩ জয়ে ওয়েস্ট ইন্ডিজের রান রেট (+০.৬৩)। বাছাই পর্বের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। ৫ ম্যাচে ৫ জয়ে প্রথম দল হিসেবে সবার আগে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেয়েছে পাকিস্তান।