সময়ের জনমাধ্যম

১৪৪ আসন ফাঁকা রেখেই কুবিতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু

১৪৪টি আসন ফাঁকা রেখেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়টির ১৯টি বিভাগে ভর্তি হওয়া নবীনদের বরণ করার মাধ্যমে ক্লাসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

ভর্তি কমিটির ইউনিট ভিত্তিক আহ্বায়কদের সাথে কথা বলে জানা গেছে, ৯ম মেধাতালিকার ভর্তি শেষে ‘এ’ ইউনিটে ৫৪টি আসন, ‘বি’ ইউনিটে ৭৮টি এবং ‘সি’ ইউনিটে ১২টি আসনসহ মোট ১৪৪টি আসন ফাঁকা রয়েছে।

ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, প্রত্যেক বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা আলাদাভাবে ফুল, কলম, ফাইল ও বিশ্ববিদ্যালয় থেকে বুকলেট দিয়ে বরণ করে নিচ্ছেন নবীন শিক্ষার্থীদের। এ সময় বিভাগের শিক্ষকরা নবাগত শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে নির্দেশনা দেন।

বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনের অনুভূতি জানাতে গিয়ে গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েত ইসলাম বলেন, ‘আজকে বিভাগের শিক্ষক, সিনিয়র ভাই ও আপুরা আমাদেরকে বরণ করে বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় থেকে আমাদের একটি করে বুকলেট দেয়া হয়েছে যা আমার কাছে খুবই ভালো লেগেছে।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান কাজী এম আনিসুল ইসলাম বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নবীনদের অভিনন্দন। বিগত এক বছরে নতুন উদ্ভাবনের দিক থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যেভাবে এগিয়েছে সেই পথযাত্রায় নবীন শিক্ষার্থীরা নতুন বিষয়ে সংযোজন ঘটিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী বলেন, ‘আমরা আজ এবং কাল (২৪ ফেব্রুয়ারি) ভর্তি নিচ্ছি। এরপর শূন্য আসনের প্রেক্ষিতে আবার বিজ্ঞপ্তি দিব। নবাগত সকল শিক্ষার্থীদের জন্য শুভকামনা।’