সময়ের জনমাধ্যম

কানাডায় সাকিব-লিটন, জিম্বাবুয়েতে তাসকিন-মুশফিক

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হলেও ব্যস্ততা কমছে না জাতীয় দলের ক্রিকেটারদের। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে ২৯ জুলাই থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। তার আগ পর্যন্ত ছুটি কাঁটাবেন শান্ত-মেহেদীরা। তবে এ সময়টাতে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে গেছেন জাতীয় দলের চার ক্রিকেটার। কানাডায় আজ থেকে শুরু হতে যাওয়া গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে গেছেন সাকিব ও লিটন। আর জিম আফ্রো টি-টেন লিগ খেলতে জিম্বাবুয়েতে গেছেন তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম।

গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাকিব খেলবেন মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে। আর লিটন দাসের দল সারে জাগুয়ার্স। আগামীকালই মুখোমুখি হবে সাকিব-লিটনের দল। তাতে জাতীয় দলের দুই সতীর্থ এবার ভিন্ন দেশে মাঠে নামবেন প্রতিপক্ষ হয়ে। কানাডায় যাওয়ার আগে বিমানবন্দরে লিটন সংবাদমাধ্যমকে বলেন, ‘যেকোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেললেই অভিজ্ঞতা বাড়ে। আশা করি, এখানেও তা–ই হবে। এখানে ভালো খেলতে পারলে সেটা আন্তর্জাতিক ক্রিকেটেও কাজে দেবে।’

ক্যারিয়ারের এই প্রথম দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দেশ ছেড়েছেন তাসকিন আহমেদ। দুইবার আইপিএলে ডাক পেলেও, জাতীয় দলের খেলা থাকার কারণে তা প্রত্যাখান করেছিলেন তাসকিন। জাতীয় দলের খেলা না থাকায় তাকে জিম আফ্রো টি-টেন লিগে খেলার অনাপত্তিপত্র দিয়েছে বোর্ড। লিগে বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলবেন জাতীয় দলের এই পেসার। জিম্বাবুয়ের এই ফ্র্যাঞ্চাইজি লিগে আছেন বাংলাদেশের আরও এক প্রতিনিধি। জোবার্গ বাফালোসে খেলবেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক।

Reendex

Must see news