সময়ের জনমাধ্যম

সৌদি আরবে বিমান-প্রেমিকা সবই পাবেন নেইমার

ইউরোপের বিভিন্ন ক্লাবের খেলা ফুটবলারদের দিকে সম্প্রতি নজর দিয়েছে সৌদি আরবের ক্লাবগুলো। ক্রিশ্চিয়ানো রোনালদো সাদিও মানের মত তারকাদের দলে ভিড়িয়েছে সৌদির ক্লাবগুলো। এবার মধ্যপ্রাচ্যে পাড়ি জমাবেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।

দেশটির ক্লাব আল হিলালের সাথে চুক্তির সবকিছুই ঠিকঠাক হয়ে আছে তার। বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সৌদি ক্লাবটিতে মেডিকেল টেস্ট হওয়ার পর সেটাও খুব দ্রুতই সম্পন্ন হয়ে যাবে বলে দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

৩১ বছর বয়সী ব্রাজিলিয়ান এই তারকাকে নিজেদের ঘরে নিতে বেশ বড় অঙ্কের অর্থই খরচ করতে হচ্ছে আল হিলালকে। গণমাধ্যমের খবর রটেছে, নেইমারের সাথে আল হিলালের চুক্তি হচ্ছে দুই বছরের। প্রতি মৌসুমে ১৫০ মিলিয়ন করে দুই বছরে ৩০০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পাবেন ব্রাজিলিয়ান এই তারকা। এছাড়া ২০১৭ সালে দলবদলের রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো দিয়ে নেইমারকে কেনা পিএসজি পেতে যাচ্ছে ১০০ মিলিয়ন ইউরোর কাছাকাছি অর্থ। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি করতে সম্মত হয়েছেন নেইমার।

বিশাল পরিমাণ অর্থ ছাড়াও আল হিলালকে বেশকিছু শর্ত দিয়েছেন, যা মেনে নিয়েছে সৌদি ক্লাবটি। সংবাদমাধ্যম ফুট মার্কেতো জানিয়েছে, পিএসজি তারকা নাকি আল হিলালের কাছে একটি ব্যক্তিগত বিমান চেয়েছেন। সেটি দিতে রাজি সৌদি আরবের ক্লাবটি। এছাড়াও বিয়ে করা ছাড়াই প্রেমিকা ব্রুনো বিয়ানকার্দির সাথে সৌদি আরবে থাকতে চান নেইমার। দেশটিতে বিবাহ বহির্ভূতভাবে নারী-পুরুষ একই ছাদের নিচে থাকা কঠোরভাবে নিষিদ্ধ হলেও নেইমারের বেলায় সে নিয়ম থাকবে না। এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদোকেও তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সাথে থাকার অনুমতি দিয়েছিল দেশটি।

এর বাইরে কিছু আর্থিক সুবিধাও পাচ্ছেন নেইমার। আল হিলাল কোনও ম্যাচ জিতলেই বোনাস হিসেবে ৮০ হাজার ইউরো পাবেন নেইমার। আর সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের প্রচারণামূলক কোনও পোস্ট বা স্টোরি দিলেই প্রতিটি পোস্ট বা স্টোরির জন্য নেইমারের অ্যাকাউন্টে যোগ হবে ৫ লাখ ইউরো।

Comments are closed.