সময়ের জনমাধ্যম

সপ্তাহে একদিন অনলাইন ক্লাস, সরকারি ব্যয় সংকোচনের পথে ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি সোমবার সকল শ্রেণি পাঠদান অনলাইনে অনুষ্ঠিত হবে এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।  এতে সরকারি উন্নয়ন প্রকল্প, রাজস্ব এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতের ব্যয় সাশ্রয়ে হবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারী ও বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকার উন্নয়ন প্রকল্পের ব্যয়ে, রাজস্ব খাতের ব্যয় সাশ্রয় ও হ্রাস করা, জ্বালানী ও বিদ্যুৎ খাতের ব্যয় ২৫% সাশ্রয় করার বাধ্যবাধকতা দিয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী সবার মতামত গ্রহণ করা হয়েছে এবং সবাই সহমত পোষণ করেছেন। পরবর্তী সোমবার বিশ্ববিদ্যালয় স্ব স্ব অনুষদের ডিন ও বিভাগের সভাপতিদের সিদ্ধান্ত অনুযায়ী পরের সপ্তাহ থেকে এই নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে আগামীকালকের (সোমবার) পূর্ব ঘোষিত পরীক্ষা বাতিল হবে না।