সময়ের জনমাধ্যম

শিল্পকলা পদক পাচ্ছেন কণ্ঠশীলন অধ্যক্ষ মীর বরকত

বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিতে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য “শিল্পকলা পদক – ২০২২” (আবৃত্তি) পাচ্ছেন কণ্ঠশীলন অধ্যক্ষ মীর বরকত। নিজেদের ফেসবুক পেইজে এই আবৃত্তি গুরুকে অভিনন্দন জানিয়ে তাঁর পদকপ্রাপ্তির বিষয়টি জানান দিয়েছে আবৃত্তি সংগঠন কণ্ঠশীলন। 

মীর বরকত একাধারে আবৃত্তিশিল্পী, প্রশিক্ষক, আবৃত্তি ও মঞ্চনাটক নির্দেশক, সংগঠক, লেখক। তবে এর সবকিছুকে ছাপিয়ে সমাজের প্রতি দায়বদ্ধ মানুষ হিসেবে তিনি তাঁর প্রিয় সংগঠন কণ্ঠশীলনের প্রতিটি সদস্যের চোখে একজন আলোর পথের যাত্রী। নিজস্ব সংগঠন কণ্ঠশীলন ছাড়াও দেশব্যাপী শতাধিক আবৃত্তি ও নাট্যসংগঠনে প্রশিক্ষক হিসেবে যুক্ত।

এছাড়াও সংস্কৃতি ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন শৈল্পিক কর্মশালার প্রশিক্ষক হিসেবে নিজের মর্যাদা ও অবস্থানকে অপরিহার্য করে তুলেছেন। নিজ দল এবং অন্যান্য সংগঠন মিলিয়ে প্রায় ৫০টি আবৃত্তি প্রযোজনা এবং ৫টি মঞ্চনাটকের নির্দেশনা দিয়ে সুধী এবং বিজ্ঞমহলে প্রশংসিত হয়েছেন।

Reendex

Must see news