সময়ের জনমাধ্যম

যুক্তরাষ্ট্র সফর করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় রোববার বেইজিংয়ে অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে কিন গ্যাংয়ের বৈঠকে এই প্রস্তাব দেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাট মিলার বলেন, চীনা পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্র সফরের জন্য ব্লিঙ্কেন আমন্ত্রণ জানিয়েছেন। পারস্পরিক উপযুক্ত সময়ে এই সফরে যাবেন কিন গ্যাং। চীনা পররাষ্ট্রমন্ত্রীও এতে সম্মত হয়েছেন। দুই দিনের সফরে এখন চীনে অবস্থান করছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। পাঁচ বছরের মধ্যে কোনো শীর্ষ মার্কিন কূটনীতিকের বেইজিং সফর এটি।

সোমবার চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইর সাথে বেইজিংয়ে বৈঠক করেছেন ব্লিঙ্কেন। এছাড়া আজ চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।