সময়ের জনমাধ্যম

‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের প্রতি সম্মানস্বরূপ রাজধানীর বিজয় সরণিতে নির্মিত ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর বিজয় সরণিতে সরাসরি উপস্থিত থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সম্বলিত এই প্রাঙ্গণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে আজ আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। এই ভাস্কর্যের গায়ে লেখা আছে ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’, তাই এটি শুধু একটি ভাস্কর্য নয়, এটি একটি ইতিহাস।

তিনি বলেন, বঙ্গবন্ধু তার স্বপ্ন পূরণ করে যেতে পারেননি। ঘাতকরা তাকে সেই সুযোগ দেয়নি। কিন্তু বর্তমান সরকার শুরু থেকেই তার স্বপ্ন পূরণে কাজ করে আসছে। বিজয় সরণিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন প্রসঙ্গে তিনি জানান, সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদের সাথে আলোচনা করে কয়েকটি স্থান নির্বাচন করার পর এই স্থানটিকে চূড়ান্ত করা হয়েছে।

জাতীয় সংসদসহ বেশকিছু গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় এবং জাতীয় এবং আন্তর্জাতিক গণ্যমান্য ব্যক্তিরা এই পথ দিতে যাতায়াত করায় এই স্থানটিকেই চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি। 

উদ্বোধন শেষে ভাস্কর্যটির স্থাপনার সঙ্গে জড়িত এবং উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।