সময়ের জনমাধ্যম

মাদারীপুরে কৃষক দলের আনন্দ মিছিল ও পথসভা

মাদারীপুরে নবগঠিত জাতীয়তাবাদী কৃষক দল আনন্দ মিছিল ও পথসভা করেছে। সোমবার বিকেলে শহরের পুরান বাজার রেইনট্রিতলা থেকে শুরু হয়ে মিছিলটি মেলবোর্ন প্লাজার সামনে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিলে ঢাকঢোল বাজিয়ে ও ব্যানার ফেস্টুন নিয়ে পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

পরে পথসভায় বক্তব্য দেন সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক এ্যাডভোকেট ওয়ালিউর রহমান দর্জির সভাপতিত্বে ও সদস্য সচিব ওয়াহিদুজ্জামান খান এর সঞ্চালনায় পথভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী মিল্টন বৈদ্য, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদার, যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠুসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।