সময়ের জনমাধ্যম

বিশ্বকাপের দুই মাসকট: টংক ও ব্লেজ

বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে মাসকটের নাম জানিয়েছে আইসিসি। বিশ্বকাপের ৪৭ দিন আগে মাসকট উন্মোচন করলেও তখন নাম প্রকাশ করেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

লিঙ্গসমতাকে প্রাধান্য দিয়ে পুরুষ ও নারী দুটি মাসকট উন্মোচন করা হয়েছে এবার। সমর্থকদের ভোটাভুটির পর পুরুষ মাসকটের নাম ‘টংক’ ও নারী মাসকটের নাম দেওয়া হয়েছে ‘ব্লেজ’।

লাল রঙের পোশাক পরিহিত মাসকটটিই ব্লেজ। তার কোমরে থাকা বেল্টের সঙ্গে বাঁধা বল আকৃতির বস্তুগুলো ব্যাপক ক্ষমতাসম্পন্ন। টার্বুনেটরের মতো গতি তার। হাত ঘোরালেই বেরিয়ে আসে ফায়ারবল। 

আর নীল পোশাক পরিহিত হিমশীতল স্বভাবের টঙ্ক একজন চ্যাম্পিয়ন ব্যাটসম্যান। টঙ্ক ঠান্ডা মাথার অসীম ক্ষমতাধর ব্যাটার। শট খেললেই বল আছড়ে পড়ে গ্যালারিতে।

বিশ্বকাপের সব ভেন্যুতেই দেখা যাবে এই দুই মাসকটকে। স্টেডিয়াম, ফ্যান পার্কে দেখা যাবে তাদের। মাঠে উপস্থিত দর্শকদের আনন্দে মাতিয়ে রাখবেন তারা। ৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপ। ১০ দলকে নিয়ে ৪৬ দিনে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আহমেদাবাদে ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।

Reendex

Must see news