সময়ের জনমাধ্যম

বিএনপি’র সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (২৬ জুলাই) সকালে রাজধানী গুলশানের একটি ক্লাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে বৈঠক চলে পৌনে দশটা পর্যন্ত।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

এদিকে বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মুহূর্ত নিউজকে বলেন, এ বিষয়ে এখনো আমার কিছু জানা নেই।