সময়ের জনমাধ্যম

বরিশালে ১০৬ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা

১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। এই সিটিতে মোট ভোটকেন্দ্র ১২৬টি যার মধ্যে ১০৬টি কেন্দ্রই গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম। তিনি বলেছেন, পুলিশ মনে করছে ৭০টি কেন্দ্র গুরুত্বপূর্ণ। কিন্তু প্রার্থীরা যেসব কেন্দ্র নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, সেগুলোসহ মোট ১০৬টিকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর বিএমপি হেডকোয়ার্টারে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ কমিশনার এসব তথ্য জানান।

সাইফুল ইসলাম বলেন, আজ রাত ১২টায় ভোটের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে। এরপর বরিশাল নগরীতে কোনও বহিরাগত থাকতে পারবেন না। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করা হবে।

তিনি আরও বলেন, ‘আমাদের মেসেজ খুব ক্লিয়ার। বরিশালে বহিরাগত থাকার সুযোগ নেই। এখানে যারা বহিরাগত আছেন, তারা আজ রাত ১২টা পর্যন্ত থাকবেন। আগামীকাল থেকে নগরীতে আমরা কোনও বহিরাগত দেখতে চাই না। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আমরা চেকপোস্ট বসাব। তবে যৌক্তিক কারণ দেখাতে পারলে বহিরাগত ব্যক্তিদের বিষয়ে ছাড় দেওয়ার সুযোগ রাখা হবে।’

বিএমপি কমিশনার জানান, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব, এবিপিএন ও আনসার মিলিয়ে মোট চার হাজার ৪০০ সদস্য মোতায়েন থাকবেন।

তিনি বলেন, ‘আমরা কোনও প্রার্থী চিনি না, প্রতীক চিনি না, দল চিনি না। আমরা চিনি মানুষ ও ভোটার। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে। ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা হবে।’

বসিকের এক মেয়র প্রার্থী অভিযোগ করেছেন, গোয়েন্দা সংস্থার লোকজন একজন বিশেষ প্রার্থীকে জেতানোর জন্য মাঠে নেমেছেন। এমন প্রশ্নের জবাবে সাইফুল ইসলাম বলেন, ‘এই অভিযোগের বিষয়ে আমার জানা নেই। আজই প্রথম শুনলাম। তবে এসব বিষয়ে গণমাধ্যমে অভিযোগ না করে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করলে আমরা পরবর্তী ব্যবস্থা নিতে পারব।’