সময়ের জনমাধ্যম

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার ২০২৩-২০২৫ সালের জন্য ১২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সংগঠনটির নতুন কমিটির সভাপতি মিয়া মনসফ ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটন।

এর আগে ২৪ ফেব্রুয়ারি অষ্টম জাতীয় সম্মেলনের নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে তিনদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশনা দেয়। সভাপতি ও সাধারণ সম্পাদক নির্দেশনার দ্বিতীয় দিনেই এই কমিটি ঘোষণা করলেন।

গত চার ফেব্রুয়ারি বাংলাদেশ শিশু একাডেমিতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার অষ্টম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ২০২৩-২০২৫ মেয়াদের জন্য বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মিয়া মনসফ ও শেখ মনিরুজ্জামান লিটন।