সময়ের জনমাধ্যম

বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ প্রতিনিধি দলের শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। রোববার সকাল ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রতিনিধি দলের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান এমপি, শাহজাহান খান এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭৫ এর ১৫ আগস্ট নিহত তাঁর পরিবারের সদস্য, ৭১ এর ত্রিশ লক্ষ শহিদ, জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

মোনাজাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের জীবিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়াও সারাবিশ্বের চলমান সংকট থেকে পরিত্রাণের লক্ষ্যে পরম করুণাময় আল্লাহর নিকট প্রার্থনা করা হয়।