সময়ের জনমাধ্যম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইবি রিপোর্টার্স ইউনিটি’র শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইবি রিপোর্টার্স ইউনিটি।

শুক্রবার ল সকাল ১১টার দিকে ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাফিজ রহমান রাকিব ও সাধারণ সম্পাদক তাসনিমুল হাসান প্রান্তর নেতৃত্বে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি তারিক সাইমুম, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আদনান, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সিদ্দিকী, কার্যনির্বাহী সদস্য সামী আল আয়ন, যায়িদ বিন ফিরোজ, মোস্তাক মোর্শেদ ইমন ও মংক্যচিং মারমাসহ অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠান শেষে কেক কাটা’সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।