সময়ের জনমাধ্যম

বইমেলায় জঙ্গি হামলার হুমকি আনসারুল্লাহ বাহিনীর

চলমান অমর একুশে বই মেলায় বোমা হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাহিনী। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নূরুল হুদা বরাবর পাঠানো এক চিঠিতে হামলার হুমকি দেয় জঙ্গি সংগঠনটি। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বাংলা একাডেমির পরিচালকের কাছে আনসারুল্লাহ বাহিনীর অন্যতম সদস্য মাওলানা সাইফুল ইসলাম সাক্ষরিত ওই চিঠিটি পাঠানো হয়।

বাংলা একাডেমির নিরাপত্তা বিভাগের কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। সন্ধ্যা সাতটার দিকে শাহবাগ থানায় জঙ্গি হামলার আশঙ্কায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা নূর মোহাম্মদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও বলেন, জঙ্গি হামলার বিষয়ে শাহবাগ থানায় বাংলা একাডেমি নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।