সময়ের জনমাধ্যম

ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি সৌদি যুবরাজের

দ্রুত গাজায় ইসরায়েলি অভিযানের অবসান ঘটিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পাশাপাশি তিনি সব জিম্মি ও কারাবন্দিদের মুক্তি দেওয়ারও দাবি করেন। সৌদি আরবের রিয়াদে আজ শনিবার শুরু হওয়া যৌথ ইসলামিক-আরব শীর্ষ সম্মেলনে তিনি এমন দাবি করেন। আরব লীগ ও ওআইসি নেতারা এই সম্মেলনে যোগ দিয়েছেন।

রিয়াদ সম্মেলনে নিজের দেয়া ভাষণে গাজা সংকট নিয়ে বিস্তর কথা বলেছেন সৌদি যুবরাজ। যুবরাজ বলেছেন, এটি এমন এক মানবিক বিপর্যয়ের যা আন্তর্জাতিক সম্প্রদায়ের চূড়ান্ত ব্যর্থতা প্রমাণ করে। এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদও যা থামাতে ব্যর্থ হয়েছে। বিশ্ব যে দ্বৈত নীতিতেই চলছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন ভঙ্গ করে ইসরায়েলের সহিংসতার মাত্রা বাড়িয়ে দেয়া সেটিরই প্রমাণ দেয়।

সৌদি আরবের রিয়াদে শনিবার শুরু হওয়া যৌথ ইসলামিক-আরব শীর্ষ সম্মেলনে শান্তি প্রক্রিয়ায় ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিও তোলেন সৌদি যুবরাজ। আর সেই ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমের নাম প্রস্তাবও করেন যুবরাজ।

সূত্র: আল জাজিরা।

Reendex

Must see news