সময়ের জনমাধ্যম

পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের বৈশ্বিক কেন্দ্র’ আখ্যা ভারতের

সিন্ধু পানিচুক্তি স্থগিত করার সিদ্ধান্তের প্রেক্ষিতে পাকিস্তানের ‘ভ্রান্ত তথ্য প্রচারের’ বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শনিবার (২৪ মে) জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পার্বতনেনি হরিশ জানান, পাকিস্তান যতদিন পর্যন্ত তাদের সীমান্ত-পারের সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ না করবে, ততদিন পর্যন্ত ৬৫ বছর পুরনো এই চুক্তি স্থগিত থাকবে। পাকিস্তানের বিরুদ্ধে তিনি ‘সন্ত্রাসবাদের বৈশ্বিক কেন্দ্র’ হওয়ার অভিযোগও এনেছেন। জাতিসংঘে পাকিস্তানি প্রতিনিধি যখন চুক্তি প্রসঙ্গ উত্থাপন করে বলেন ‘পানিই জীবন’, তা যুদ্ধের অস্ত্র নয়’, তখনই ভারতের পক্ষ থেকে এই জোরালো জবাব আসে।

পহেলগামে হামলার একদিন পর, গত ২৩ এপ্রিল ভারত ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানিচুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। কারণ হিসেবে ভারত জানায়, ওই জঙ্গি হামলার পেছনে ‘সীমান্ত-পারের সংযোগ’ পাওয়া গেছে।

রাষ্ট্রদূত পার্বতনেনি হরিশ আরও বলেছেন,’ ভারত ৬৫ বছর আগে সম্পূর্ণ সদিচ্ছা নিয়ে সিন্ধু পানিচুক্তি করেছিল। ওই চুক্তির প্রস্তাবনায় বন্ধুত্বপূর্ণ চেতনার কথা বলা হয়েছে। অথচ এই ছয় দশকে পাকিস্তান তিনটি যুদ্ধ এবং হাজার হাজার সন্ত্রাসী হামলার মাধ্যমে ওই চুক্তির চেতনাকে বারবার লঙ্ঘন করেছে। গত চার দশকে সন্ত্রাসী হামলায় ২০ হাজারের বেশি ভারতীয় নাগরিক নিহত হয়েছে।’

জাতিসংঘে ভারতের স্থায়ী এই প্রতিনিধি বলেন, ‘পাকিস্তান তার ভূখণ্ডকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভারতের বিরুদ্ধে সীমান্ত-পারের সন্ত্রাস চালাচ্ছে। এই সন্ত্রাসবাদের বলি হয়েছেন হাজার হাজার নিরপরাধ ভারতীয়।’

তিনি জোর দিয়ে বলেন, ‘পাকিস্তান সমর্থিত সীমান্ত-পারের সন্ত্রাসবাদ ভারতের সাধারণ নাগরিক, ধর্মীয় সম্প্রীতি এবং অর্থনৈতিক অগ্রগতিকে জিম্মি করে রেখেছে।’

হরিশ আরও উল্লেখ করেন, ‘ভারত এই পুরো সময়কালজুড়ে অসীম ধৈর্য ও উদারতা দেখিয়েছে। কিন্তু পাকিস্তানের রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাসবাদ আমাদের নাগরিকদের জীবন, ধর্মীয় সম্প্রীতি ও অর্থনৈতিক উন্নয়নের উপর বারবার আঘাত হেনেছে।’

ভারতীয় রাষ্ট্রদূত জানান, গত দুই বছরে ভারত পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে চুক্তির সংশোধন নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে। কিন্তু পাকিস্তান তা বারবার প্রত্যাখ্যান করেছে এবং তাদের বাধাগ্রস্ত মনোভাব ভারতের বৈধ অধিকার প্রয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এই প্রেক্ষাপটে ভারত চূড়ান্তভাবে ঘোষণা করেছে যে সিন্ধু পানিচুক্তি স্থগিত থাকবে, যতদিন না পর্যন্ত পাকিস্তান সন্ত্রাসবাদে মদদদানকে বিশ্বাসযোগ্যভাবে ও অপরিবর্তনীয়ভাবে বন্ধ করে। তিনি জোর দিয়ে বলেন, এটা পরিষ্কার যে সিন্ধু পানিচুক্তি লঙ্ঘনকারী দেশ পাকিস্তান।