সময়ের জনমাধ্যম

জ্যোতিকা জ্যোতির অন্য জগৎ

অভিনয় নিয়েই ব্যস্ত ছিলেন জ্যোতিকা জ্যোতি। এর মধ্যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়োগ পেলেন এই অভিনেত্রী। দুই বছর মেয়াদে শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করবেন জ্যোতি।

নতুন দায়িত্বের বিষয়ে জ্যোতি বলেন, ‘সারাদেশে শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা সম্পর্কিত যত কাজ হবে, সেসব দেখভালের দায়িত্ব হল আমার। যে দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছে, তা যেন সঠিক ও সুন্দরভাবে করতে পারি সে চেষ্টা থাকবে।

জ্যোতি আরও বলেন, নতুন এই পরিচয়ে সবার সর্বোচ্চ আন্তরিক সহযোগিতা পাব বলে প্রত্যাশা করি। সবাই খুব আন্তরিকভাবে গ্রহণ করেছে যেটা আমি কল্পনাতেও ভাবিনি। আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি সঠিকভাবে পালন করতে পারব।’

জ্যোতি বলেন, ‘অভিনয়টাই করব ভেবেছিলাম, কিন্তু মনের মতো গল্প পাচ্ছিলাম না বলে অভিনয় কমিয়ে দিই। এরমধ্যে আর্থিক সংকটেও পড়ি। তারপর ভাবলাম, আপাতত কোন একটা চাকরি দরকার, যার পাশাপাশি ভালো গল্পে অভিনয় করলাম। নিজে চলতে পারব আর অভিনয়ও করা যাবে। শিল্পকলা একাডেমির চাকরিটা পেয়ে ভালোই হয়েছে। ছুটির দিনগুলোয় স্বাচ্ছন্দে অভিনয় করতে পারব।’

জ্যোতি ২০০৪ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন দুনিয়ায় পথচলা শুরু করেন। এরপর টিভি নাটক ও চলচ্চিত্র নিয়েই ব্যস্ত ছিলেন। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর জ্যোতি অভিনীত ছবিগুলো হলো মায়া: দ্য লস্ট মাদার, আয়না, নন্দিত নরকে, জীবনঢুলি, একদিন, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, লাল মোরগের ঝুঁটি।

বর্তমানে জ্যোতির হাতে আছে অন্ত্যেষ্টিক্রিয়া, অনাবৃত ও আগুনপাখি চলচ্চিত্রের কাজ।