সময়ের জনমাধ্যম

কালকিনিতে মহান বিজয় দিবসের আলোচনা সভা

মাদারীপুরের কালকিনিতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে কালকিনি সার্কিট হাউজ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী এমপির সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ‍কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, সদস্য শাকিলুর রহমান সোহাগ তালুকদারসহ বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এসময় বক্তারা বলেন, বাঙালির জাতীয় জীবনে ১৬ ডিসেম্বর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৭১ সালের এই দিনে বীর বাঙালী পাকিস্তানি হানাদারদের হটিয়ে বিজয়ের পতাকা ছিনিয়ে আনে। আমরা সেই সব বীর সেনানীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে তাঁর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ।

এর আগে বিজয়ের ৫১ বছরে বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কালকিনি পৌর আওয়ামী লীগ অংশগ্রহণ করে।