সময়ের জনমাধ্যম

ওড়িশ্যায় আবারো ট্রেনের বগি লাইনচ্যুত

ভারতের ওড়িশ্যা রাজ্যের বালাসোরের বাহানগায় তিনটি ট্রেনের সংঘর্ষে আড়াই শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার তিন দিন পর আবারো ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে রাজ্যটিতে। সোমবার রাজ্যেটির বারগড় এলাকায় চুনাপাথরবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়। তবে এতে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, চুনাপাথরবাহী ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। নতুন এই দুর্ঘটনাস্থল বালাসোর থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত। তবে যে রেল লাইনে এ দুর্ঘটনা ঘটেছে সেটি ব্যক্তি মালিকানায় তৈরি। ওই রেলপথের সঙ্গে ভারতীয় রেল যুক্ত নয়।

মূলত দুংরি চুনাপাথরখনি থেকে এসিসি বারগড় সিমেন্ট কারাখানায় চুনাপাথর নিতে ব্যবহৃত হয় রেল লাইনটি। তবে ঠিক কি কারণে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তার কারণ জানা যায়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায় পুলিশ।