আবুধাবিতে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও একই অনুষ্ঠানে প্রবাসীদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। রোববার (২৮মে) দূতালয় মিলনায়তনে রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে এ সভা পরিচালনা করেন দূতাবাস কর্মকর্তা হাজেরা সাব্বির।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূতের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এসময় দূতাবাসের কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবির প্রবাসীসহ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তব্য দেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, জনতা ব্যাংক আমিরাত শাখার সিইও, এস এম কামরুজ্জামান, আবুধাবি বঙ্গবন্ধুকে পরিষদের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শওকত আকবর, প্রকৌশলী এজাজ করিম, মাহবুব খন্দকারসহ আরও অনেকে।

দ্বিতীয় পর্বে শুরু হয় জাতীয় পরিচয়পত্র বিতরণ। রাষ্ট্রদূতের সভাপতিত্বে এ অনুষ্ঠান পরিচালনা করেন দূতালয়ের ডি সি এম মিজানুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি রেজিস্ট্রেশন উইং এর মহাপরিচালক এ. কে. এম. হুমায়ুন কবীর। প্রবাসীদের এনআইডি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। অনুষ্ঠানে পরীক্ষামূলকভাবে কিছু স্মার্ট এনআইডি কার্ড প্রবাসীদের হাতে তুলে দেন প্রধান অতিথি।
Comments are closed.