সময়ের জনমাধ্যম

আফগানদের সিরিজ হারিয়ে বাংলাদেশের মধুর প্রতিশোধ

ক্রিকেটে এশিয়ার নবাগত দল আফগানিস্তান। তবে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে আফগানরা বেশ সমীহ জাগানিয়া দলই। উল্টো চিত্র বাংলাদেশের। টি-টোয়েন্টি ক্রিকেটের যাত্রার শুরু থেকে খেললেও, এই ফরম্যাটে পায়ের নিচের মাটি এখনো পোক্ত হয়নি বাংলাদেশের। তবে চলতি বছর টাইগার ক্রিকেটাররা স্বপ্ন দেখাচ্ছে সে চিত্র বদলানোর। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে আফগানদের ৬ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ। ঘরের মাঠে আফগানদের কাছে প্রথমবার ওয়ানডে সিরিজ হাতছাড়া করলেও টি-টোয়েন্টিতে তাদের বিপক্ষে প্রথম সিরিজ জিতে মধুর প্রতিশোধ নিলো সাকিব আল হাসানের দল।

বৃষ্টি-বাধায় ১৭ ওভারে নেমে আসা ম্যাচে আফগানদের দেওয়া ১১৯ রানের লক্ষ্য ৫ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে বাংলাদেশ। ৬ উইকেটের জয়ে এ বছরের শেষ টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিল সাকিবের দল। সে লক্ষ্য তাড়ায় দুই ওপেনারের ঝড়ো শুরু। তাতে নতুন বলে আফগানদের বিপক্ষে যে ভয়টা ছিল, তা কাটিয়ে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫০ রান তোলেন লিটন ও আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো উদ্বোধনে নামা আফিফ হোসেন।

ইনিংসের দশম ওভারে বাংলাদেশ দুই ওপেনারকেই হারায়। মুজিবকে কাভার দিয়ে উড়িয়ে মারতে যাওয়া লিটনের ইনিংস থামে রশিদ খানের অবিশ্বাস্য ক্যাচে, করেন ৩৫ রান। এক বল পর মুজিবের ফুল লেংথের বলে স্লগ সুইপ করতে গিয়ে ২৪ রান করে করিম জানাতের হাতে ধরা পড়েন আফিফ।

বাকি কাজটা সেরেছেন তাওহিদ হৃদয় ও সাকিব আল হাসান। চার-ছক্কায় উড়িয়ে দিয়েছেন। দুজনের ২১ বলে ৩১ রানের জুটি বাংলাদেশকে নিয়ে যায় জয়ের দুয়ারে। হৃদয় আউট হলেও, জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সাকিব। অপরাজিত ছিলেন ১১ বলে ১৮ রানে। শামীম ৭ বলে করেছেন ৭ রান।

এর আগে, আফগান পাওয়ারপ্লেতে বোলারদের দাপুটে শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ ছিলো বাংলাদেশের হাতেই। দারুণ দুটি ডেলিভারিতে দুই ওপেনারের উইকেট তুলে নেন তাসকিন। তাতে মোস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি পেসার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তাসকিন। আরেক প্রান্ত থেকে একের পর এক ডট বলে চাপ বাড়াতে থাকেন হাসান মাহমুদ।

এরপর বৃষ্টির কারণে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর শুরু হয় খেলা। ইনিংসের নবম ওভারে মোহাম্মদ নবী দুইবার জীবন পেলেও পরের ওভারে তাকে সাজঘরে ফেরান মোস্তাফিজ। এরপরই সাকিবের জোড়া আঘাতে বিধ্বস্ত হয় আফগান ব্যাটিং অর্ডার। তবে করিম জানাতের ২৫ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ২০ রানে ভর করে নির্ধারিত ১৭ ওভার শেষে ১১৬ রান তোলে সফরাকারিরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তাসকিন, ২টি করে উইকেট সাকিব ও মোস্তাফিজের।

এ নিয়ে চলতি বছর টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোর পর এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিলো বাংলাদেশ। এবার আফগানদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয় হয়তো এই ফরম্যাটে বাংলাদেশের নতুন যাত্রার গল্প লিখলো।