সময়ের জনমাধ্যম

আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ঘাসের উইকেট

আবারো মাঠের ব্যস্ততা শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর ঈদ উল আযহার ছুটি কাটিয়ে এরইমধ্যে অনুশীলন করছেন ক্রিকেটাররা। চট্টগ্রামে আগামীকাল থেকে শুরু হচ্ছে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নেটে নিজেদের পরখ করার পাশাপাশি আজ সেন্টার উইকেটেও অনুশীলন সেরেছে সাকিব-লিটনরা।

টেস্টের পর ওয়ানডে সিরিজেও পেস সহায়ক উইকেটে খেলতে যাচ্ছে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের উইকেটেও ঘাস রাখা হয়েছে। আজ সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল বলছিলেন, ‘উইকেট ভিন্ন। ঘাস রেখে দেওয়া হয়েছে। চট্টগ্রামে সাধারণত ব্যাটিং উইকেট হয়। এখানেও তেমনই হবে আশা করছি। তবে দুই দলের জন্য প্রথম ১০-১৫ ওভার একটু চ্যালেঞ্জিং হবে।’

গত বছরও আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা সিরিজেও একই কৌশলে খেলেছে বাংলাদেশ। অধিনায়কও তাই পেসারদের উপর আস্থা রাখতে চান। সংবাদ সম্মলনে এই সিরিজে পেস আক্রমণে বৈচিত্রতা দেখানোর কথা বলেছেন তামিম ইকবাল। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলামদের প্রত্যেকেই আফগানিস্তান সিরিজে খেলার সুযোগ পাবেন। তাঁর কথা ছিল এমন, ‘পেসারদের মধ্যে সবাই ভালো করছে। এখানে হয়তো চেঞ্জ হতে পারে। তিন ম্যাচে হয়তো ভিন্ন পেস বোলিং কম্বিনেশন দেখতে পারবেন।’

এই সিরিজেও পরীক্ষা-নীরিক্ষা করার কথা আগেই বলেছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তামিমও কথা বললেন সেই সুরেই। এই সিরিজ দিয়ে আবার জাতীয় দলে ফিরেছেন দুই ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম ও আফিফ হোসেন। আফিফ চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেললেও নাঈম একদিনের ক্রিকেটে ফিরেছেন দীর্ঘদিন পর। তাদেরকেও টিম ম্যানেজম্যান্ট সুযোগ দিতে চায় বলে মন্তব্য করেছেন তামিম।

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতেই বাংলাদেশ দলের এই পরিকল্পনা, ‘এই একটা সিরিজে আমরা চেষ্টা করব সবাইকে সুযোগ দিতে। তবে এটা নিশ্চিত নয়। আমরা চেষ্টা করব নাঈমকে সুযোগ দিতে। বড় একটা ইভেন্টের আগে ২-৩টা ম্যাচ খেলতে পারলে ওদের জন্য ভালো।’

সাগরিকায় আগামীকাল দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

Reendex

Must see news