সময়ের জনমাধ্যম

আইইবিতে প্রকৌশলীদের ‘দ্য টাইমলাইন’ এর মোড়ক উন্মোচন

ভয়েস অফ ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ এর প্রকাশনা ‘দ্য টাইমলাইন’ এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় আইইবি ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ নূরুল হুদা, বিশেষ অতিথি ছিলেন আইইবি’র প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ আবদুস সবুর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এ. কে. এম. মুজাহিদুল ইসলাম, আইইবি’র অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন ও প্রকৌশলী রনক আহসান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সেক্রেটারি প্রকৌশলী সঞ্জয় কুমার নাথ ও প্রকৌশলী আবু তালেব দোলন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইইবি প্রেসিডেন্ট ও রাজউকের প্রাক্তন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ নুরুল হুদা বলেন, ইঞ্জিনিয়ারদের গণ্ডি পেরিয়ে ভয়েস অফ ইঞ্জিনিয়ার্স সাধারণ মানুষদের জন্যও কাজ করবে। তিনি ভয়েস অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর ব্যাপক প্রচার, প্রসার ও সমৃদ্ধি কামনা করেন।

আইইবি ঢাকা কেন্দ্রের আইসিটি বিষয় স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব প্রকৌশলী তানভীর মাহমুদুল হাসানের সঞ্চালনায়, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘দ্য টাইমলাইন’ এর প্রকাশক প্রকৌশলী মোঃ ওয়াহিদা হুদা।

অনুষ্ঠান শেষে উপস্থিত কয়েকজন প্রকৌশলীর হাতে শহীদ প্রকৌশলী দেলোয়ার হোসেনকে উৎসর্গ করা দ্য টাইমলাইন এর প্রথম সংখ্যা তুলে দেন অতিথিরা।