সময়ের জনমাধ্যম

অবরোধের প্রথম দিনেই তাঁতী বাজারে বাসে আগুন

বিএনপি ও সমমনা দলগুলোর তৃতীয় দফায় ডাকা অবরোধের প্রথম দিনেই রাজধানীর তাঁতী বাজারে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে এ আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ৭টা ২৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে তাদের ২টি ইউনিট স্বল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায়। এর কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দিশারী পরিবহন নামের বাসটিতে আগুন দেয়ার ঘটনায় হতাহতের কোনও সংবাদ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর চলমান আন্দোলনের অংশ হিসেবে তৃতীয় দফার অবরোধ চলছে। ঘোষণা অনুযায়ী, বুধবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলবে। বুধবার (৮ নভেম্বর) অবরোধের প্রথম দিন তাঁতী বাজারে ওই বাসে আগুন দেওয়া হলো।

Reendex

Must see news