সময়ের জনমাধ্যম

হন্ডুরাসের দুই শহরে সহিংসতায় ২৪ জনের মৃত্যু

হন্ডুরাসের উত্তরাঞ্চলীয় দু’টি শহর চোলোমা ও সান পেড্রো সুলেতে সহিংসতায় কমপক্ষে ২৪ জন মানুষের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোববার থেকে ওই দুটি শহরে কারফিউ জারি করেছে দেশটির প্রশাসন। সোমবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হচ্ছে, হন্ডুরাস সরকার রাতের আঁধারে হামলার ঘটনায় ২০ জনেরও বেশি লোক নিহত হওয়ার পর উত্তরাঞ্চলীয় দু’টি শহরে কারফিউ জারি করেছে।

শনিবার রাতে উত্তরাঞ্চলীয় শহর চোলোমার একটি বিলিয়ার্ডস হলে ভারী অস্ত্রধারীরা গুলি চালায়। ওই হামলায় ১৩ জন নিহত হন, আরও একজন গুরুতর আহত হয়েছেন। ওইদিনই শিল্পনগরী সান পেড্রো সুলেসহ উত্তরাঞ্চলীয় ভ্যালে দে সুলা অঞ্চলজুড়ে পৃথক সহিংসতার ঘটনায় কমপক্ষে আরও ১১জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রেস পারসন এডগার্দো বারাহোনা। 

খবরে বলা হয়েছে, হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো আগামী ১৫ দিন চোলোমাতে রাত নয়টা থেকে ভোর চারটা পর্যন্ত কারফিউ জারির নির্দেশ দেন।

হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো টুইটারে লিখেছেন, ‘সহিংসতার ঘটনায় একাধিক অপারেশন, অভিযান, আটক এবং চেকপয়েন্ট স্থাপনের কাজ শুরু করা হয়েছে।’

দেশটির নিরাপত্তামন্ত্রী গুস্তাভো সানচেজ রোববার রাতে বলেছেন, অপরাধী গ্যাংয়ের সদস্যদের সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার জন্য কংগ্রেসে প্রস্তাব পাঠাবে সরকার।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সুলা উপত্যকায় এক হাজার অতিরিক্ত পুলিশ ও সামরিক বাহিনী পাঠানো হচ্ছে। এই অঞ্চলেই চোলোমা এবং সান পেড্রো সুলে অবস্থিত।

চলতি সপ্তাহেই হন্ডুরাসের একটি নারী কারাগারের ভেতর দু’পক্ষের সহিংসতায় কমপেক্ষ ৪৬ জনের মৃত্যু হয়। কারাগারের ভেতর দুই গ্যাং গ্রুপের মধ্যে প্রথমে সংঘর্ষ বাঁধে। এর মধ্যে একটি গ্রুপ সেলের ভেতর আগুন ধরিয়ে দেয়। এতেই বড় প্রাণহানি হয়। ওই ঘটনার এক সপ্তাহ না যেতেই উত্তরাঞ্চলীয় দু’টি শহরে সহিংসতা হলো।