সময়ের জনমাধ্যম

সৌদিতে যাচ্ছন নেইমার!

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জন্য আটঘাট বেঁধে নেমেছিল সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। তবে সৌদি ক্লাবটির বিশাল অঙ্কের অর্থ প্রস্তাব ফিরিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দেয়ার ঘোষণা দেন লিওনেল মেসি। এবার গুঞ্জন শোনা যাচ্ছে ব্রাজিল তারকা নেইমারকে দলে টানতে যাচ্ছে আল হিলাল।

প্যান আরব চ্যানেল এমবিসি-১-এর এক অনুষ্ঠানে নাম প্রকাশ না করে সৌদি আরবের জনপ্রিয় সাংবাদিক আহমেদ আল আজলান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল আগামী সপ্তাহে এমন এক বিশ্বখ্যাত ফুটবলারকে সই করাতে যাচ্ছে, যা সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠবে। আহমেদ আল আজলান নামের সেই সাংবাদিক আরও বলেছেন, সেই খেলোয়াড়ের প্রতি এ মৌসুমে বার্সেলোনার মতো ক্লাবও আগ্রহী। আর তাতেই আলোচনায় উঠে আসে নেইমারের নাম।

সেই সাথে তিনি বলেন, আল হিলাল যে ফুটবলারের সাথে চুক্তি করতে যাচ্ছে তা এই মৌসুমের সেরা ঘটনা হবে, বিশ্বকে নাড়িয়ে দেবে। সে খেলোয়াড়ের দেশের নাম বললেই সবাই চিনে যাবে। এরপর কাতারভিত্তিক বিইএন স্পোর্টসের সাংবাদিক খালেদ ওয়ালিদও টুইট করে একই খবর জানান। তিনি টুইটে জানান, আল হিলাল যে খেলোয়াড়টিকে সই করাতে যাচ্ছে, তাঁকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে বার্সেলোনা।

পিএসজির সাথে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না নেইমারের। ২০১৭ সালে বার্সেলোনাকে ২২ কোটি ইউরোরও বেশি রিলিজ ক্লজ পরিশোধ করে নেইমারকে কিনে নিয়েছিল পিএসজি। এখন পর্যন্ত সেটিই ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফি পরিশোধের ঘটনা। তবে গত ছয় বছরেও কাঙ্খিত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে পারেনি ফরাসি ক্লাবটি। পাশাপাশি ইনজুরির কারণে একটা বড় সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে নেইমারকে। পিএসজিও তাঁকে বিক্রি করে কিছু অর্থ কামিয়ে নিতে চায়।

গুঞ্জন কি সত্যতে রূপ নেয় কি না সেটিই এখন দেখার অপেক্ষা।